কোথায় ছিলে তুমি আর
       কোথায় ছিলেম আমি-
শূন্য মনিকোঠায় জিবনে হায়
       তুমিই এখন দামি।
কোথায় ছিল, শাসন বারন-
      কোথায় ছিল, অন্তিম বিশ্বাস,
খাম খেয়ালি দিন পন্ড করিতেছি ,
      পেয়ে তোমার আশ্বাস।
সত্যি বলতে তোমায় আমি, বিষন ভালবাসি,
      সব হারালেও হারাতে চাই না,
            তোমার মুখের হাসি!


আমি তোমার তটে, অকপটে-
         হাত রেখে হাতে-
তোমার চোখের চাহনী আর, মিস্টি সংঘপাতে!
     মিস্টি প্রেমের গুঞ্জনে গান-
          গাইব তুমার সাথে।


তুমি আমার ভরা যৌবন-
    ওগো...  থেকো আমার পাশে।
তোমার অঙ্গে কতনা ডঙ্গে, যেন...
          চৈতালী চাঁদ হাসে!


তোমার প্রেমে মক্ত হয়ে
        উদাস এখন আমি
              তাইত ...
তোমার প্রেমে লিখে যাব কাব্য
       চাই না কোন নামি।