তুমি আসিয়াছিলে নিরবে,
       সবার অজান্তে-
থেকেছিলে আমার এই, মনেতে প্রকাশ্যে।
       বাধিঁয়াছিলে ছোট্ট একখানা ঘর-
বলেছিলে ওগো, আসুক না, যত ঝড়,
      আমি হব না..ক কখনো পর।
            আসুক না..ক যতই ঝড়!
আজ কেনই বা চলে যাবে
         দূর অজানায় বহুদূরে।


এ মায়ার বাঁধন, তুমি আমা........য়  বল
         কেমনে ছেড়ে দেব,
না পাওয়ার বেদনায়, আবেগী আজ-
        বল, কেমনে পথ চলিবো।


আমার তোমার আকুতি- মিনতিগুলা আজ,  
           অজানাই রয়ে গেল,
এ বিশ্বমণ্ডলে আমি কাকেই বা সূধাবো,
             হে তুমিই বলো......


হাসি, টাট্টা,  আশা, ভরসা,  প্রাপ্য, বেদনায়
       জানতে... ত,  তুমি ছিলে একান্তে-
নিরবে নির্বৃত্তে আর প্রতিটি প্রশ্বাসে-প্রশ্বাসে!
         একেবারে রক্তে মাংসে মিশে।  
যাই হোক
         কি করে ওগো আমি, তোমায় দেব বিদায়,
তুমি বিহীন জাগত আমার
        কাটবে, শুধু হায় হুতাশায়।
পারিনা হে আমি মানতে
         কেননা তুমি সবিই জানতে
তুমি যে আমার, হ্যাঁ শুধুই আমার।