কেউ কি বলতে পারবে,
      আলোকিত সৌরভে, সৌরভিত দিন-
কেমনে হারিয়ে যায়,
আনন্দ বেদনাকে উপেক্ষা না করে,
      নিমিষেই মিশে যায়।
      ঠিক যেন সরু রাস্তার, পাশ কেটে যাওয়া,
অতীত আর বর্তমান নামক গন্তব্যে, প্রতিটি অন্তরায়।
প্রতিটি প্রহরায়, প্রতিটি প্রাপ্য আর অ-প্রাপ্যতায়,
      ধুলিকনার ন্যায়,
      একসময় পরিনত হয়-
ভেজাল নামক দূরারুগ্য ব্যতিতে,
মিশে থাকা, এ অকাল বাস্তব্তায়।
      যায়-যায়, দিন চলে যায়, শূণ্য বেদনায়!
      রক্ত ক্ষরনের মত, দৃষ্টহীন যাচনায়।
তবুও কেন জানি উৎসুখ থাকি,
তোমায় পাওয়ার আনন্দে বিভোর আমি!
       ক্ষুদ্র মরিচিকাময় প্যারায়,
       আর না মানা আইন শৃঙ্খলায়।
করি হায় থাকি হুতাশায়, নির্লজ্জের মত
আস্ত গর্ধব হয়ে সংকীর্ন আমি,
        শুধু একলা ভঙ্গের দাবিতে,
        নিশীত রাতের নিভু নিভু জোৎনায়।
প্রিয়সি মনের সুপ্ত বাসনায়; আর,
তোমার হৃদয়ের আঙ্গিনায়।
        সংবলিত আমার মন-বাসনা,
        নিরব বিচ্ছিন্ন চাওয়া পাওয়া
অনেকের কাছে ক্ষুদ্র হতে পারে,
আমার কাছে ধারাবাহিক রুটিন,আর
        সু- শৃঙ্খল পথব্যবস্থা।


(বিরতিহীন ভাবনায় আবেগহীন অনুভূতি প্রকাশে......)
              রচনাকালঃ ১২/১১/২০১৬
               ৪ লেম্পপোস্টের নীচে একা আমি।