কি মায়ার বাধনে হে রমণী, বাঁধলে এ আমায়
তোমারই মনিকোঠাময় এক নিস্পাপ ভালবাসায়,
       কেন গো! দিলে একটু ঠাই।
       কুন্দল আলো ভেঙ্গে মুক্ত দিশারির ন্যায়,
জানি না ওগো আগলে ধরে,
রাখতে পারব কিনা তোমায়।
       নিজেস্ব চিন্তা চেতনায় বিভোর আমি,
       বিব্রত কেনই বা থাকে সমাজ।
সবাই সবার অন্তরালে করে,
নিয়ে আমার তোমার বিবাদ।
      আসলে আমার তোমার ভালবাসা
      কেউ দেখিতে পারে না।
ক্রমে ক্রমে দিয়ে দেয় পেরা
জানতে চাইলে করে
হাজার রকমের  তালবাহানা।
     সত্যি বলছি তোমায় আমি
     বিষন, বিষন ভালবাসি।
সব হারালেও হারাতে চায় না
শ্যামলা বরন মেঘলা খরন,
মেয়ে তুমার, মিষ্ট মধুর হাসি।


রচনা কালঃ ১২/১১/২০১৬