আমার জন্মের পর তাকে দেখেছি,
        দেখেছি শৈশবে,
আলো রোদে ঝমকালো দিন,  
       দেখেছি বর্ষাকালে।
আমি চলিলে দেখি, মাঠ-ঘাট প্রান্তরে,
       শুধু যে তুমি,
তোমার আলো দেখে কত না জন,  
       দেখে বিশ্বগামী।
হাতে বৈঠা, কাঁধে লাঙ্গল, লয়ে যায় চাষী,
       তুমারি বুকে দিয়ে আচঁড়-
তবেই ফুটু হাসি।
হাসি নয় চিরকাল আমার এই মুখে,
     তুমি থাকবে কত না যুগ কত না বৎসরে।