চিরচেনার সাগরে বিলুপ্ত বাসিন্দা হে আমি,
আজ তুমি, চির নিদ্রায় নিদ্রিত।
কালের কালান্তিতে আজ আমি মহা উৎসুখ,
পথহারার মত যেন, সেই পথভ্রষ্ট।

আমি একাকার,  ছিন্ন হাহাকার,
হৃদয়স্পর্শী আমার এই জীবনকাল-
তুমি সোনালী স্বপ্নে বেদুন মগ্ন,
আর আমি জীবিত চির জঞ্জাল।


মনের মনিকোঠায় পারিবনা, হে আমি
আগলে রাখতে তোমায়-
নিছক লোভি মন-মানসিকতা আর
জরজরিত, আকারে পৃষ্ট, সমাজ বাস্তবতায়।


আমি পারিবনা, তবে  হালও ছারিবনা
দেখিতে চায় কোথায় এর শেষ,
শুনে রেখো আমি এক ভীনগ্রহি মানুষ
আর, এভাবেই থাকব বেশ।