দীপ্ত দেখে তৃপ্ত আমি
সেই তৃপ্তির ঢেকুর
ছড়িয়ে যাচ্ছে, ছিটিয়ে যাচ্ছে
সকাল-সন্ধ্যা, দুপুর।
প্রচার করছি বন্ধু-বান্ধব
এলাকা বাসির কাছে
দীপ্ত কৃষি দেখে, কৃষকের-
শান্তি ফিরে আসে।


আরো আছে জানা অজানা,
নানান প্রকার কার্টুন
দলে দলে দেখতে বসে
গ্যাদা বাচ্চার প্লাটুন।
সাতটা বেজে ৩০ মিনিট
রূপকথার অই দেশে
আড্ডা তামাশা শেষ করে সবে
নিশ্চুপ হইয়া বসে
বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন  
মাস্টার বাড়ির দোখানে এসে
সুলতান সুলাইমান দেখে সবাই
জ্ঞান নিয়ে যাই শেষে।


আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়
মিস করিতে মন নাহি লয়।
যদিও করি মিস, দেখার সুযোগ আছে
প্রতিদিন এক এক করে তিনবার সমপ্রচার হচ্ছে।


সত্যি বলতে দিপ্ত তুমি
নানামুখী বিনোদনে, করছ সম্প্রচার-
তুমার তুলনা নিজেই তুমি
চারিদিকে ছড়াচ্ছ গুঞ্জন, আর হচ্ছে সমাচার।


ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত পরিচালনার,
পরিষদের সবাইকে
খেলাঘর, অপরাজিতা , পালকি ,খুজিফিরি,
দীপ্ত স্পোর্স আরও নানান প্রকার
অসাধারণ প্রচারে।


প্রকাশকালঃ ১৯/১১/২০১৬
সাদাসিধে দর্শক নিমকি-চানাচুর প্রকাশনীর কবি
মোঃ রেজুয়ানুল হক থেকে সংগ্রহীত...
পূণঃ সংস্করণেঃ জে.এইচ রপ্পি ও আমি নিজেই...।