তুমি বন্ধু, থেকেই আজ বন্ধুত্ব
সময়ের কালক্রমে কিছু ভুলত্রুটি আর অবুঝতা
পাড়ায় দেখা দিয়েছে দুরত্ব।
আমি ঠিক বা বেঠিক তাহা জানিতে চাই না!
কি করেছি আর কি মেরেছিরে তোর,
কেন ধরিস রে,  বাহারি রঙ্গের বায়না?
কি বলিতে চাস রে তুই, আমায় বুঝিয়ে বল,
আমার চলাফেরা না তোর মন-মানসিকতায়,
কোনটাই তুই দুর্বল।
আমি দুর্বল নহি, আমি বিচলিত তোরই কিছু কারনে!
হেলায় হেলায় দুলছস রে তুই, দেয়া আমার বারনে।
নি:স্তব্দ ছিল কয়েক সেকেন্ড নি:স্তব্দ ছিল রাত,
এখন দেখিতেছি দুরত্বতা দেখা দিয়েছে-
থেকে এই প্রভাত।
ওগো বন্ধু, তুমি যতই থাক না কেন দূরে,
আমি থাকব কাছে।
বাস্তব আর কল্পনাকে ধরে আমিই থাকব পাশে।
ফেলফেলানি হাসি আর রঙ্গিন ও ঠাট্টায়,
সবি থাকবে মনেতে আমার, যদি যাই
শিতল তলীর সেই রাস্তায়।
যে রাস্তায় বিভোর ছিলাম আমি আর তুই...
পথ গুছিয়ে জীবন সাজাতে আমি হে চলিলাম,
সঠিক পথে চলবরে বন্ধু হে আমি তোকে বলিলাম।
জীবনটা নয় ক্ষুদ্র বটে হবে আবার দেখা,
হাসি কান্না রাগের শেষে ভাবিস একটু একা।
কিই বা ছিলাম  আমি তোর সমগ্র ভান্ডারে,
আমার মত বন্ধু পাবি না এই  জগৎ মন্ডলে।