কত রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা-
শত শত রক্তের ফোটায় ফোটায়
জোয়ারে ভাসিয়াছিল, রায়ের বাজার সংলগ্ন এলাকা।
সেদিন...
নিপাত করতে নেমেছিল পাক-সেনাদের ডল
নিঃস্তব্দ করে দিয়েছিল সবি
বাদ দেয় নি বুদ্ধিজীবীর দল।


কত সাধনা, কত না বাসনা, আশা-তিতীক্ষায় ,
তোমাদের সংগ্রামী চেতনায় আজ আমরা উন্মুক্ত
নহি উপনিবেশ শ্বাসনতন্ত্রের জালে আটকা,
নহি জমিদারি প্রথায় চিরাচরিত শাসনব্যবস্থা
যেন নতুনকে করেছ তোমরা নতুনে নতুনত্ব।
আজ আমরা গর্বিত, আবেগে আবেগাপ্লুত
ত্যাগের ন্যায় তোমাদেরই জন্য
স্ব-নাগরিকতায় পেয়েছি অধিকার
ধরলাম শপথ করব না ক ক্ষুন্ন।
হ্যাঁ করব না ক ক্ষুন্ন।


জাতীতে আমরা স্বাধীনচেতা, শির উচু করা মানব
আমরা আমাদের পন্থায় চালিত-
পেয়ে তুমাদের শাহস,
হ্যাঁ পেয়ে তুমাদের শাহস।
কত অসহায়ত্ব মায়াকান্নায় হাহাকার করেছিলে তোমরা
জিবনের সব কিছু দিয়েও পারিবনা হে
ঋণ পরিশোধ করিতে,  আমারা।


আজ ১৪ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস।
অমর হোক...।


(ক্লান্তিহীন ব্যস্ততার মাঝে আজকের এই দিনেই লিখা)