তোমরা আসবে বলে-
লাখো মায়ের ক্রন্দন গেল থেমে,
আছে- পথের দিকে তাকিয়ে নব বধু চেয়ে
অবুঝ শিশুর পায়ের নুপুর বেজে এখন উঠে
আঁধার কেটে মুক্তির সূর্য, আসছে যেন- ধেয়ে


তোমরা আসবে বলে-
শান্তির মিছিল, আন্তিম মহড়া, পাড়া ও মহল্লায়
ছোট বড় এমনকি দলে দলে গ্যাদা ও বাচ্চারায়
জয় জয়কার ধ্বনিতে উধিত হয়,
জয়-জয় বাঙলা, জয় বাংলা, সমগ্র বাংলায়।


তোমরা আসবে বলে-
বনের পাখিগুলো কলরবে, শুরু করেছিল গুঞ্জন
রাখালীর বাঁশীর সুর যেন নিঃস্তব্দছিল কতদিন কতক্ষণ
সাম্যের বাক্য ধ্বনি আজ, শুনা যাচ্ছে মধুর ঐকতানে
আনন্দে উচ্ছাসে উতলা ছিল সবি, যেন মধুর-মিলনে।


তোমরা আসবে বলে-
মুক্ত আকাশে উন্মুক্ত বাতাসে উড়েছিল স্বাধীন পতাকা
হয়েছিল মানচিত্র, পেয়েছিল বিশ্বের মাঝে স্থান
যেটা ছিল আমাদের হৃদয়ে আঁকা,


তোমরা আসবে বলে-
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চলছিল স্বাধীনতার গান
ধ্বংস সজ্ঞ, সংঘাত করে তুরপাত
যেন পুরো দেশটাই ফিরে পেয়েছিল প্রাণ।


তোমরা আসবে বলে...