হিসাবের জন্য আজ কড়া নাড়ছি দরজায়
হিসাব মিলাতে বসেছি এই তে-কোনাছে রাস্তায়
হিসাব মিলাতে বসেছি অজানা জায়গায়-
এখানেও এসে হানা দেয়
কিছু বুঝাবুঝি, অবুঝতা, গড়মিল আর বেদনায়
কথায় আছে, সুলভে পূর্ণতা দুর্লভে পরাজয়
মন কষাকষির বাজারে আজ যেন সেই ভয়
কখন যে হানা দেয় অবহেলা, ক্রান্ততা আর দুর্বলতা!


আমি উৎসুক হয়ে ভাবি, প্রতিটি ক্ষনে ক্ষনে-
চিন্তা চেতনার ন্যায়, দেউলিয়ার মত উদাসিন হয়ে
তোমার হিসেব মিলেনা গাণিতিক শুদ্ধতায়
আর আমার হিসাব মিলেনা মানসিক মুগ্ধতায়।
জগতের অপূর্ণ নীতি শৃঙ্খলায় অযাচিত আমি
যেন, শিকলে বাঁধা নিত্য দৈনিন্দিন ব্যবস্থায়।


একটু সনেট লেখার প্রচেষ্টায়......।
রচনাকালঃ ১১-০৯-২০১৩