এইসে যেকিনা আমার মাথার মস্তকটাকে পুরো পিশিয়ে
সিকেরেটের ধুয়ায় নিক্ষিপিত করেছে!
এই সে যে কিনা আমার হৃদয়ের পিন্ডিতে
ক্ষুদ্র ক্ষুদ্র খনিকার মত বসত গড়েছে
আঁধারের মণিকোঠায় যেখানে হয়ত কিছুই দেখা যায়না
সেখানেই সে যেন আপন মনে অট্টালিকা বুনেছে।
হ্যাঁ, এই সে যে কিনা আমার রক্তে মাংসে মিশেছে।
শুধু সবকিছু নিরবে সয়েছি বুঝেছি আর অনুভব করেছি


ভেবেছি সামনে আমার তপস্যা অন্ধকার
যেখানে রাত নেমে আলো এসে, শুধুই দূরত্ব বাড়ায়।
রিমঝিম ঝিম বৃষ্টি পড়ছে কেয়াবনের পাশে
হাস্য লিপির পান্ডতে আজ আমি আছি মেতে।
মনে...র গগনে চাঁদ খানি আজ যেন ক্ষুদ্র সে বটে
বিরাট আকাশে উদিত হলেও শূন্য সে বটে।  


রচনাকালঃ ১০/০৫/২০১৬
সনেট লেখার প্রচেষ্টায় বিভোর আমি... নতুন ভাবনায়
সবার কাছে দোয়া চাচ্ছি।