সমগ্র জিবনের লেনদেনগুলো বুঝে নিয়ে
একজন ছুটে চলে সবটুকু বিশ্বাস ধরে
প্রিয় মানুষটিরও সংগ ছেড়ে
নিজেকে নিয়ে ছুটে চলে
আলো কিংবা আধারে, লাখো মানুষের ভিড়ে
এক উড়ন্ত, অতৃপ্তময় ঘুর্নিপাকে।

কেউ নিকোটিনের ধোয়ায় চড়ে
কেউ বা মাদকাসত্তের আশ্রয় নিয়ে
কেউ তামাশায় বসে, আবার কেউ বা
সাহিত্যকে আকড়ে ধরে, অপূর্নকে পূর্ন করে
অবশেষে কালের হেলান্তিতে যায় চলে
নিয়মের সুপ্রচলিত আপন বিধান মানে স্বর্গে।


নিঃশ্বাসের প্রতিটি ক্ষনে ক্ষনে,
আস্তে আস্তে সব কিছুই যেন যাই ভুলে
সংঘপাটে নিজেকে লোপট করে
শুধুই, মাদকাশক্তির আকর্ষনে।

অন্ধকার রাত্রিকে চির সঙ্গি করে
একজন একজন করে আধারে মিশে
নেশার প্রতিটি চুম্বনে চুম্বনে
আমিই সেই নিশাচর জেগেতিছি প্রতিটি নিশিতে।