আমি দুম্র তাসের মাঝে আজ হৃদয়ক্ষনে
জ্বলন্ত দ্বীপে নির্ভিক পথিক হয়ে
একাকিত্ব আর বিষাদের ভয়ে
জীবনটাকে মিলিয়েছে ঠিক তার সরু রাস্তার ধারে।
আমি যাযাবর নিশ্চত নিশাচর
জেগেতেছি প্রতিটি নিশিতে,
গন্তব্যহারা একুল অকুল গুনক ধাচিয়া
আছি সকলেরই তরে।

আমি ক্লান্ত আমি অসহায়
আমি উন্মুক্ত মধ্য সুবিশাল ব্যবস্থায়
আমি কিংবদন্তি জয়জয়কার ইতিহাস
সাম্প্রদায়িক স্বাধীনচেতা করিনা কোন পরিহাস।
আমি লেলিন আমি আতাতুর্ক পাশা
নির্বৃত্তে করি উল্লাস ,বাধতে চায় আপন মনের বাসা।