আমি আশায় এসেছিলাম, কেন তুমি এলেনা-
আমি আশায় বসেছিলাম, কেন? তুমি এলে না,
আমি দেখেছিলাম, কেন? তুমি কিছুই বললে না-
আসলেই স্রষ্টার ইচ্ছা ছাড়া কিছুই মেলে না।
তাইত
আমি আশাই এসেছিলাম কেন তুমি এলেনা।


সেদিনের ঝড়ন্ত বিকেলে, পড়ন্ত মনে,
দু-চোখে শুধু তুমিই আসছিলে-
কোয়াশার মত ঝাঁপসা হয়ে
কেয়া স্রোতের মাঝে ভাসছিলে
হ্যাঁ, ভাসছিলে।


শ্রাবণ ও বাতাসে মিটিমিটি রোদ্রের মাঝে বসে
নিলভ শূণ্য আকাশের দিকে তাকিয়ে
ওগো, এ আমি, শুধু হিসাব কষতে থাকি-
সবই মিলেছিল, কিন্তু তুমি ছিলে বাকি।
হ্যাঁ, তুমি ছিলে বাকি।


ভাবলাম আর অনুভব করলাম,কেন জিবনটা এমন-
সমাজ বাস্তবতা নিয়ম কানুন আর
তারই প্রেক্ষিতে আমার এ মন।
কেন? এত অসহায় লাগছে আজ
দু চোখের দুয়ারে কেনই বা ভাসছে তোমার রঙ্গের সাজ
শুধু একা হয়ে হিমালয়ের মত যেন তোমায় ভাবছিলাম
ওগো, আমি আশাই এসেছিলাম!


সর্বশেষে হিসাবের যোগফল করলাম, নিজে উন্মোচন-
দু-চোখে ভেসে গেল প্রার্থক্য, আমার তোমার এ জীবন।
আসলেই কল্পনাকে আঁকড়ে ধরে যেন সবাই বাঁচতে চাই
আমি তেমনি এক অভাগা যে তোমায় ভুলি নাই।
হ্যাঁ, আমি আজো তোমায় ভুলি নাই।  


রচনাকালঃ ২২-১০-২০১৪
কেন জানি কিছুরই বলার থাকে না............ শূণ্যে ভাসমান আমাদের তরি, আর তাতেই বড্ড লিলাখেলায় মেতেছি আমরা... অজানায় উৎসুক জানার মধ্য দিয়ে...