আমি আইন বুঝি না, রাজনীতিও বুঝি না
দায়িত্ব বলে কথা-
১৬ কোটি মানুষের ভিতর, আমি কী সেই নেতা?


নেতা হতে আসিনি, চাই-
মিথ্যা ডুবিতে করিতে সত্যের সেই জয়
আমি হুংকার করব, গর্জনে মেতে উঠব
পাইনা দুর্বৃত্তদের কোন ভয়।


স্বদেশের টানে,জাতীর কল্যাণে
ছলছি আমি মগ্ন হয়ে পথ
আমি নহি উদাসিন, নহি বা দেউলিয়া
দেবনা, সংকল্প বঙ্গে ব্রত।


নিজ কন্ঠে গাইবো সেই গণ-জাগরনের গান
বুঝতে পারছি না কোথায় এসে নেমেছে
জাতির মান-সন্মান।
আমারো মত হাজারো এসেছে এই রাস্তার মোড়ে
ধরছে স্লোগান গাইছে গান
করতালি আর বেহালার সুরে।


নিজ দায়িত্বে করছে কর্মসূচী করছে নানান প্রকার কাজ
ছাঙ্গা করতে নেমেছে সুযোগ সন্ধানি
কোম্পানি আর মিডিয়া নামক ধাঁচ।
কথা একটাই, যুদ্ধ-অপরাদির বিচার চাই, বিচার চাই
দীর্ঘ ট্রাইভুনাল শেষে প্রকাশ করল রায়
রায় মেনে চিৎকারে মেতেছিল গণজাগরণ  
শ্লোগান ছিল, রাজাকারের ফাঁসি চাই।


অবশেষে ফাঁসি হল রাজাকারের আলবদর হল শেষ
যাই হবার হোক তাই হয়েছে, আমরাই আছি বেশ
দেশের কল্যাণে জাতীর মঙ্গলে, চলেন না ভাই
আমরা, হাতে রাখি হাত-
তবেই হবে দেশ উন্নয়নশীল আর
দারিদ্র পড়বে বাদ।
হ্যাঁ, দারিদ্র পড়বে বাদ।


প্রকাশকালঃ ২৭/০২/২০১৩
২৭ ফেব্রুয়ারি বিকাল ৩টায় রাজধানীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের উপর ভিত্তি করে লেখা আমার এ ক্ষুদ্র কবিতা খানি... আমরা ত কেহই নই নির্ভুল ... আমরা যেন সকলেই তা মানি।