আমি ক্ষুদ্র এ পৃথিবীতে যেন ক্ষুদ্র এক নরাদম
আমি আশার বিপরীতে নিরাশার পাত্র
যে পাইনি তোমার মন!
আমি পথহারা নিতান্তই পথিক বটে
তবু হইনি সেই পথিক,
আমি একাকার নিরবিচ্ছিন্ন হাহাকার
যেন অ-আকারে নির্ভীক।


আমি জিবন্ত সাগরের মৃত কাঙ্গাল নামক
এক উদ্ভাসিত দ্বীপ
যেখানে মিলেছে ইচ্ছের বিরুদ্ধে আপন দুটি দিক
আমি দুলন্ত জালে উড়ন্ত পাখির মুক্ত আকাশ পাল
উদ্ভাস্তু আমি জিত পরাজিত
আজ হারিয়ে ফেলেছে সেই তাল।


বেহুলার সুরধ্বনি রনক্ষেত্র ঘেরা যেন
এই সমাজ বাস্তবতা
যেখানে শুরু হয় শেষ নয়, আশা নিরাশা।
সর্বস্ব দেউলিয়া আমি যেন সবি নির্ভীক
কালের কালান্তিতে আমি নহি চিরজীব
বিশ্ব জগতের বিলুপ্ত বাসিন্দা আমি হে
আমি সর্বস্ব ক্লান্ত-


কোন্দল আলো থেকে দিশারীর পথে
বিজয় মুকুটে আমি হব শান্ত
আমার দুর্লভ আমি আমার অকপট
জানিনা, জানতে চাই না
বুঝিনা, বুঝতে চাই না...


রচনাকালঃ ২২/০৮/২০১৬ ইং