নতুন বছরের নতুন মাসে
নেব, হাতে নতুন বই
উচ্ছাসিত হয়ে স্কুলে যাব  
ঘরে তে আজি, নাহি রই।


স্কুলেতে গিয়ে বই উৎসবে
আনবো নতুন বই
করব শুরু নতুন যাত্রা
চল সবে একসাথে কই।


নতুন মোড়কে নতুন বই
পড়তে ভাল লাগে
স্বশিক্ষায় হলে জ্ঞান অর্জিত
থাকেনা ক চিন্তা বাজে।


নতুনে নতুনে মিলে যেন
সবি সম্ভব হয়-
শিক্ষা জাতীর মেরুদন্ড
সরব লোকে কয়।


চলো, ধনী-গরিব বিবাদ ভুলে  
শিক্ষার গান গাই
শিক্ষার আলো বিশদ আলো
ঘরে ঘরে জ্বালা।  


রচনা ও প্রকাশকালঃ ০১/০১/২০১৬