লাখো মানুষের ভিড়ে আজ নিঃস্তব্দ কোলাহল
কলমের খোঁচায় খোঁচায় গাই সাম্যের বাণী
লেখে সাহিত্য ঐতিহ্য রক্ষায়
দেশ থেকে দেশ দেশান্তরে-
মুক্ত মঞ্চে হাজারো মনুষের নীড়ে
বিদ্রোহী কন্ঠে আবেগঝড়া কান্ডারি হয়ে
লিখে অনর্গল।


প্রান্ত থেকে সদূর মরু ভাষ্মরে
ভিন্নগ্রহী মানবের বেশে সময়ে সময়ে
উন্মুক্ত ভাসমান নৌকার পাল পেড়িয়ে
কালের কীট অথবা মানবতাকে পাশে লয়ে-  
একাকীত্বময় যাচনায় কাতর হয়ে
নতুনে নতুনে অথবা পুরনোকে আঁকড়ে ধরে
অকাতরে ঝাপিয়ে পড়ে শুধু তাদেরই চলাচলে।


লিখে জয়গান তুলে আওয়াজ কন্ঠে সাম্যের গান
নিশীত রাতের আলোর দীপিকা হয়ে
ঝাঁপিয়ে পড়ে একে অপরের তরে
নিরভিত্তে নীরবে, দুভিত্তে না কোন ভঁয়ে
ত্যাগীই যেন চির প্রকৃতীর সব পাওয়া
কাতরিয়ে কাতরিয়ে আমার তোমার সঙ্গে।    


লুন্ঠন ভেঙ্গে লোট করতে প্রস্তুত থাকে  
হয়তবা তাজ মহল ঘেরা জাল-
উদ্ভাস্তু শিবিরে ছেড়া ছিড়কু্ট নিয়ে
থাকে হাজির, করে না তাল বাহাল।
দেখবে সবি মুক্ত মঞ্চে হাজারো মানুষের ভিড়ে
তারা আছে থাকবে বেশ সব মানুষের নিড়ে।


রচনাকালঃ ৮-৭/০১/২০১৭ ইং
উৎসর্গঃ অঘাত শ্রদ্ধা জ্ঞাপনার্থে কবিতার আসরের সকল কবি বৃন্দদের।