কত যাতনা, কত কামনা, কত আশা তিতিক্ষায়-
নিয়ে আসে সকলের মাঝে আনন্দ ছায়ায়
করে কৌতুহলী আজানাকে জানার
ভেঙ্গে দেয় ভ্রান্ত ধারানা যেন জ্ঞানে-জ্ঞান মাতুয়ার।

সভ্যতা, সমাজ সংস্কৃতি, ইতিহাস, রীতি নীতি-
ধর্মীয় গৌড়ামি, মূল্যবোধ, বৈচিত্র্য ন্যায় নীতি
শান্তি শৃঙ্খলা, আশা ভরসা, হাসি ও ঠাট্টায়
চাওয়া পাওয়া, এমনকি মন বাসনায়|


উদাসী প্রেমীক যুদ্ধে ঝাপিয়ে পড়া, বিদ্রোহী বিপ্লবী-
অনাথের চিতকার, ধ্বংস পাপাচার, দরিদ্রের হাহাকার
সব কিছুই যেন কলমের খোচায় আবদ্ধ
কাব্যিক চিন্তা চেতনা ভিবিন্ন পন্থা ও দ্বারায়
করে কবিতা, সাহিত্য, উপন্যাস, বাঁধ পড়ে না কাব্য।


হাজার হাজার কাব্যিক, পঙক্তি নিয়ে ভাব্যিক
এমনি গন্ডি পেরিয়ে গনান্তরে, ভাসিয়ে দেয় ভেলা-
শুরু হয় পান্ড লিপির বাক্সে গাঁথার, উন্মোচিত দিক
কাব্যিক আর সাহিত্যের মধ্য খেলা-


আজি এল, এলো রে বই মেলা|