বকুল ফুলের মালা
গাথাঁ না হওয়ার আগেই যদি, ফুল ঝড়িয়া যায়
ফাল্গুন আসতে আসতে যদি, বসন্তকে হারায়
সৌর্যের আলো যদি গণকে না ছৌঁয়
চাঁদের জোছনা মেখে কেন হৈ চৈই।


মেঘমালা রাশীরাশি আকাশ ভিম্বকায়
কি হবে থেকে যদি ভুমি দূষর হয়ে যায়
রাতের আড়ালে যদি
নদীর টেউয়ের গর্জন না শোনা যায়
কী ই বা  সার্থকতা নেহেৎ, আমবস্যায়।


বেহায়া মন বিলুপ্ত ডালে হয়ত: থেকেছে বদ্ধ
সৈপ্নিন ইচ্ছগুলো আজ, তালার শেকলে আবদ্ধ।
নাম না জানা ভবিষ্যত পথের পথিকের ন্যায়
আজও নতুন দিগন্তের সূচনার সংলগ্নে
এক অনাকঙ্খিত আকাঙ্কায় __!