এক দীর্ঘ প্রতিক্ষার বাস্তবতায়
বেঁচে থাকার আকুতিই তোমাতে দেখা হবার প্রতিজ্ঞা
মৃত্যুদ্বীপের দূত খবর দিয়েছে ধরায়
রজনীর নিকষ অন্ধকারে,একলা চলা
বালকের দুরু-দুরু ভয়ার্ত হৃদয়
দিবালোকেও সেই ছমছমে ভাবনা।


তোমার সৌন্দর্যের মখমল হাসি
অন্তরায় হয়েছে মাস্কের আড়ালে বন্দী ঘরে
করোনার বন্দী শিবিরে দীর্ঘশ্বাসে
টোলপড়া কপলের একগুচ্ছ হাসি
যেখানে,
তিলকের দল দোল খায়
চিবুক,ওষ্ঠের কোনায় কোনায়।


আমাদের দেখা হবে বিজন ধারায়
অশ্রুজল বেদনায় সিক্ত হবার পরে
শুণ্য জনহীন প্রন্তরে মানবের দল
নেই কোন উৎপাত,বেদনা,আর্তনাদ
নিথর দেহগুলির অভ্যন্তরে মাছির ভোঁ ভোঁ শব্দে
তোমার তিলক ডেকে যায় নিথর আমারে।