বিছানায় গা এলিয়ে,
সেলফোনের রঙ্গিন স্ক্রিনে,
ঘুমিয়ে ঘুচি অবসাদ,
চুরটে ছোঁয়াই ঠোঁট,
জানালার কার্ণিশে কপাল ঠেকিয়ে দেখি ক্লান্ত শহর।
টেবিলে পড়ে থাকা কোন বইয়ের পাতায় প্রিয় লাইন খুঁজে,
প্রিয়তমার আঙ্গুল ছুঁয়ে রমনার বটমুলে স্নিগ্ধতা আনি,
লেকের পাড়ের বাতাসে দেখি তাঁর কুন্তলের খেলা
বিষণ্ণতায় পাড়ার মাঠের ঘাসে পদচারণা করি
সফেদ আকাশ আরো গাড় হয়ে যায়।
তারপর একগুচ্ছ সোনালী আভা জলকেলি খেলে
সূর্যটা মিয়িয়ে যায় আমার শৈশবের বিকেলের মত।