এই নির্জন অবেলায় ক্ষণিকের দুপুরে
এলোকেশ ছড়িয়ে দূর প্রান্তরে দাড়িয়ে
ডেকো আমায় বেনামে
ঐ নির্জন প্রান্তরে একগুচ্ছ গোলাপ হাতে
কথার ফুলঝুরি ফুটিয়ে কদমে কদমে
হেটে যাবো বহুদূর প্রান্তরে
যেখানে শুকনো মিয়নো পাতা ঝরে পড়ে
অরণ্যের পেট চিরে বেরিয়ে যায় নদের জল
আমার দীর্ঘশ্বাসের মত।