দিনশেষে কালো আস্তরনে
যখন নিশিথের আবরণে ঢেকে যাই আমরা দুজন
চারিদিক নিশ্চুপ
নিশাচর দেয় ডুব
গহীন অন্ধকারে


রাতভর তারার দল
জোনাকির খেলাঘরে প্রকৃতির আমুদে দোলন
তুমি আমি নিশাচর
চাঁদ মামা অকাতর
ঝি ঝি দের কলরব
অবিরত চলে


শেষ রাত্রির কুয়াশায়
হাতে হাত রেখে চুলের গন্ধে আকুলতা আমার
আলতো চিবুকে শিহরণ জাগে
নাকের ডগায় আধো শিহরণে
আঙ্গুলে আঙ্গুল আরো কাছে এসে
কানে কানে শুনি ভালবাসি তোমাকে