একটা শহরে হাজারটা গাঙ্গচিল ওড়ে
শত শত পদধ্বনি চলে ঐ ফুটপাত জুড়ে
একটা রিকশা,দু'জন অপরিচিত অথচ
একই ফ্লাটের বাসিন্দা,ভাড়া করে


শতবর্ষী অন্ধকার ল্যাম্পপোস্টির নীচে
চোর,ডাকাত ছিনতাই করে একগুচ্ছ প্রেম
ল্যাম্পপোস্টির আধারে
আর্তনাদহীন অথচ ভুলে ভরা সেই প্রেম


তারা কথা বলে
কোথায় থাকেন?
জীর্ণ বাড়িটির দোতালায়,আমি আর সে।
আপনি?
উপরের চিলেকোঠায়,আমি ও আমি এবং আমি


বসন্তের সন্ধে নামে সেই মোড়ে
যেথায় মরিচিকা ধরা বৃদ্ধ ল্যাম্পোস্টটি বিলায় অন্ধকার
আজ আরো একটি ছিনতাই হবে সেথায়
কেউ জানবে না, ল্যাম্পোষ্ট ও না


ঋতুরাজ তার ফুলের আগমনী বার্তার সন্ধায়
আঠেরোর কোন তরুনীর ফুল করল হরণ
একগুচ্ছ বিশ্বাসের দন্ড বেলা শেষে
আর্তনাদহীন সে হরণ,সে যে শিহরণ


ল্যাম্পপোষ্টি ওঠে নড়ে,
ক্লান্ত হাতের ছোয়ায় মরিচিকার কিছু গুড়া যায় পড়ে
মাত্র ফুল হারানো মেয়েটির চোঁখের পাতায়
বৃদ্ধ ল্যাম্পোষ্ট অন্ধকার বিলায়......