একদা শীতের সকালে, চা'কাপ হাতে,
বসেছিলাম দাদুর সম্মুখে।
চিরচেনা হাসি, আর গল্পের ছড়াছড়ি,
বিমুগ্ধ হয়ে শুনতাম তার কথাকলি।


সেদিন আমি ও সে,
বসেছিলাম বিশখালীর তটে,
বলেছিল সে ৭১ এর গল্প,
পেয়েছিলাম স্বাধীনতার গন্ধ।


মার্চের শেষ থেকে ডিসেম্বর,
চলেছে কত নৃশংস বর্বর অত্যাচার,
নদীতে ভেসেছে লাশ টগর ঝোপের মতো,
সন্তান হারা মায়ের বুক বেদনায় ক্ষত।


শত ব্যাথা আর শোকের স্মৃতি নিয়ে,
দাদুর মুখের গল্পগুলো বড় সুকরুণ হয়ে ওঠে,
সমাপ্ত সেই অত্যাচার আর নৃশংস বর্বরতার,
রাত পোহালেই স্মৃতিময় সেই ১৬ ডিসেম্বর।।