বসন্ত এসে গেছে
............................
হাসান মঈনুল
........................
বসন্ত যে এসে গেছে
শীত বুড়ি তাই পালিয়েছে,
হলদে, বাসন্তী, লাল আর কমলা
মেতেছে শাড়ী নিয়ে তরুণী
ললনা।
লাগিয়ে রকমারি চুড়ি দুই হাতে
তে,
ললনা ঘুরে সব একসাথে দলেতে
পায়েতে নুপুর আর টিপ দিয়ে
কপালে,
সাজসজ্জা শুরু করে সেই ভোর
সকালে।
পিছিয়ে নেই যে আজকে
ছেলেরা ও,
ফতুয়া-পাঞ্জাবি সাথে ন্যারো
জিন্সটাও।
কোকিল মেতেছে তাই ছন্দ গানে,
ফুরালো শীতের আভা ইতি
টেনে।
শিমুল পলাশ আর কৃষ্ণচূড়ায়,
রূপের শোভা যে মন ছুঁয়ে যায়।
প্রকৃতিতে প্রাণ জাগে ফুলে, ফুলে
ফাগুনের আগমনে শীত গেল চলে
শুকনো পাতায় যে প্রাণ ফিরেছে ,
এই বুঝি বসন্ত এসে গেছে।