বাড়ি নং ৬৭৭
....................
হাসান মঈনুল
..........................
সুনশান চারিপাশ নিদ্রিতপুরী,
মুয়াজ্জিনের মুখে যাচ্ছে শুনা
আযানের সুমধুর বাণী।
নিমিষেই আকাশ ডেকে গেল
বেদনার কালো মেঘে,
বাঙালির স্বপ্ন ভঙ্গ হল সে রাতে,
ঘাতকের নিষিদ্ধ মেশিনগানে।
সে রাতে কেঁদেছিল আকাশ
ফুঁপিয়ে ছিল বাতাস,
বৃষ্টিতে নয়, নয় কালবৈশাখীর ঝড়ে!
ঝাঁক ঝাঁক গুলিতে ঝাঁঝরা হলো
জাতির স্থপতি সহ তাঁর পরিবার.
কালের স্বাক্ষী ধানমন্ডি ৩২
স্বাক্ষী৬৭৭নং বাড়ি ও।
কি নিষ্ঠুর! কি ভয়াল!কি ভয়ংকর!
যে মাটির জন্য দিয়েছে ভাষণ
মানেনি কোন শাসন বারণ,
স্বদেশের শত্রু সেই মাটিতেই,
দিয়েছে তাকে নিষ্ঠুর মরণ!
সিন্ধু থেকে গিরিমালা
গিরি থেকে হিমালয়।
বহমান নদীর মতই থাকবে বেঁচে তুমি,
হে বাঙালি জাতির মুক্তির নায়ক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি রবে জনরবে,
যুগ থেকে যুগান্তরে,
স্বাধীনতাকামী বাঙালির
অন্তরে,অন্তস্থলে।


র/ক/ ১৩/৮/২০১৬ইং