মা
.....................
হাসান মঈনুল
......................
মা তুমি ভোরের আকাশে
উদিত রবির হাসি,
ভোরের সবুজ ঘাসে
শিশির কণা রাশি।
মা এক মধুর ধ্বনি
চির প্রশান্তির আবেশ,
যাই তুমি  বল মা
শুনতে লাগে বেশ।
চিন্তে শিখাও জীবন তুমি
জীবনের মত করে,
বাঁচতে তুমি শিখাও মোদের
স্নেহ মমতার ডরে।
বলতে গিয়ে তোমার কথা
শেষ যে হয়না  বলা,
শব্দ গুলো জড়ো  হয়ে
গাঁথে  সুরের মালা।
বিশাল এই পৃথিবী
বিস্তৃত তার পরিধি,
তবুও তত বড় নয়
মায়ের মন যত হয়।
তুমি জীবনের শুরু
জীবন তোমাতে শেষ,
মমতাময়ী তোমার মমতা
দেয় মুক্তির আবেশ।
........................................



সকল মা কে উৎসর্গ করলাম.