নদীর নাম মুহুরী
.......................
  হাসান মঈনুল
..............................................
আর কোথাও নয়, আর নয় কোন
স্থানে
বারে বারে আমি আসিতে চাই
ফিরে,
এই মুহুরীর তীরে.
আষাঢ়ে সে যে ভরিয়ে দুকূল
চৈত্রে হয় সে খালি,
তাহারি পরশে, দক্ষিণা বাতাসে,
জুড়িয়েছে মোর কায়া খানি.
চৈত্রের দিনে তাহারি বুকেতে,
হেঁটেছি কতশত
লাফালাফি আর মাছ ধরাতে,
কতইনা আনন্দ হত.
দুধারে তাহার ছিল কলমীলতা,
চরে দেখিতাম শুভ্র কাশবন.
বিকিকিনি করিতে করৈয়ার
হাঁটে,
সাম্পান ভিড়িত সারি সারি.
কালের স্রোতে হারিয়েছে
সবি,
দেখিতে নাহি পাই আজি.
শুধু তুমি এখনো বয়ে চলো
তোমারি আপন গতিতে,
জীবন আমার হয়েছে ধন্য
জন্মে তোমারি পাড়েতে,
বারে বারে আমি আসিতে চাই
ফিরে,
এই মুহুরীর তীরেতে.