শীতের ভোর
......................
হাসান মঈনুল
........................
হিম কুয়াশার চাঁদর নিয়ে
শীতেরবুড়ি নামলো ধেয়ে,
রোদের দেখা যায়না মোটে
শীতের বুড়ি নাচতে উঠে .
শীত এসেছে লাগলো কাঁপন
লাগলো দোলা প্রাণে ,
চায়ের কাপে আড্ডা  জমায়
সোনালী রোদ বাতায়নে.
ভোর বেলাতে শিউলি তলায়,
খোকা খুকুর মেলা.
এই ফুলেতে কতশত,
গাঁথবে তারা মালা.
শীত সকালে মনটা কাড়ে,
খেজুর রসের পিঠা,
খেজুর গুড়ের ভাঁপা পুলি
খাইতে লাগে মিঠা.
একবার এসো দেখবে বন্ধু
আমার বাংলাদেশ.
পোষ-পার্বণে শীত আমেজের,
নেইকো কোন শেষ.