নষ্টের দখলে
....................
হাসান মঈনুল
....................................
নষ্টের দখলে গেছে সব গেছেরে.
ভক্তসব মেতেছে নষ্টেরি ভজনে,
চুপ কর সাধুসব, মুখে দাও খিল.
বলিলে খাজা কথা গা করে ফিলফিল.
নষ্ট কথা মিষ্ট অতি,
শুনতে লাগে ভালো
নষ্ট বস্তুু দেখিতে তাই,
কি যে লাগে ভালো.
খেলা করে মগজেতে,
খেলা করে নষ্ট
নষ্টতে ভরে গেছে
আশেপাশে চৌদিকে,
শয়তান দেখে শুধু মুচকি হাসে.
তাইতো অবসরে গিয়েছে যে শয়তান,
নষ্টরা জেগেছে ,গাহে তার জয়গান.
যদি যায় পৃথিবীটা নষ্টের দখলে,
জবাব কি দেবো মোরা,
আগামী প্রজন্মরে.
শপথ নেবো আজ মোরা,
বুকে রেখে হাত.
ভেসে যাক নষ্টরা,
হারিয়ে যাক নষ্টকীর্তি.
সত্য সুন্দরে ভরে যাক,
মোদের এই ধরিত্রী.
৫/৮/১৬