মানুষ হব কবে
হাসান মঈনুল
----------------
রেেখছ বাঙালি করে,
মানুষ করোনি মোরে.
মনুষ্য রুপেতে মানুষ আমি
সৃষ্টির সেরা জীব, অনেক দামী.
বিদ্যা বুদ্ধিতে মোরা কত
এগিয়ে,
কাজকর্ম করি সব শ্বাপদ রে
ছাড়িয়ে.
বিদ্যায় আমি যে বিদ্যাসাগর,
তর্কে উঠে পেরে সাধ্য সে কার?
অন্যের দোষত্রুটি ধরি আমি
আগেতে,
ভুলে যাই তেল দিতে নিজেরই
চরকেতে.
ধর্ম শাস্ত্রেতে আমি মহা পন্ডিত,
যুক্তিতর্কেতে হতে হবে মোর
জীত.
উপদেশ বেঁচি আমি জলসা
মাহফিলে, বেঁধে লই টাকা কড়ি সব
যে রুমালে.
মস্ত উকিল আমি প্রথিত যশা,
মামলাবাজি মোর পেশা নেশা.
মিথ্যাকে আমি করি সত্য,
সত্যকে করি মিথ্যা.
ডাক্তার আমি মহান জাতক,
অতি নীতিবান টাকার সেবক.
মিনিট দুয়েক শিরাটা ধরে,
মোটা নোট চাই দুহাত ভরে.
রাজনীতিবিদ আমি মহান নেতা,
মিথ্যা আশ্বাসের পাঁকা
বিক্রেতা.
হুংকারে আর ভাষণ ছন্দে,
খুশি করি জনতা মহানন্দে.
অফিসার আমি মস্ত বড়,
চাহিদা ও যে মোর বড়সড়.
স্বাক্ষরে প্রতি ফাইল ছেড়ে,
নিবো যে টাকা সব কেড়ে.
মানুষ হব কবে আহা..
মানুষ হব কবে?
আরো বুদ্ধি বিবেক এলে,
নাকি আরো ধনবান হলে.
মানুষ কর ওহে দয়াময়,
তোমারি কাছে করছি বিনয়.
এক পৃথিবী এক আহ্বান তবে,
মানুষ হব কবে.