একুশ তুমি এসো ফিরে
.................................
হাসান মঈনুল
....................
একুশ তুমি এসো ফিরে
বছর শেষে ঘুরে,
একুশ এলে পড়ে মনে
ভাষা শহীদের আত্মদানে.
কত প্রাণ গেলো ঝরে
মায়ের ভাষার তরে.
একুশ তুমি এই বাংলার,
কোটি জনতার আশা
তোমারি কারণে পেয়েছি ফিরে,
মায়ের মুখের ভাষা.
একুশ মানে চেতনা আমার,
বুক ফুলিয়ে কথা বলার
একুশ মানে ফিরে পাওয়া,
আমার সকল অধিকার.
উঁচু করে শির বলতে পারি,
বাংলা আমার স্বাধিকার.
একুশ নয়তো গলাবাজিতে,
কর্মশালা আর ডিসকো গীতে.
মাতোয়ারা হয়ে সেলফিতে,
জুতা নিয়ে উঠা মিনারেতে.
ভাষার মাসে রোজ, প্রমিস, হাগ
টেডি বিল্লির ছানা রে,
একদিনের বাঙালিয়ানায়
মোরা কত পাক্কা রে.
আসুন তবে শপথ করি,
ভিনদেশীয় প্রথা ভুলি
বিবেক টা কে জাগিয়ে তুলি,
এই একুশে ফেব্রুয়ারি.