ওরা ও মানুষ
.....................
হাসান মঈনুল
........................
ওরা মজদুর ওরা ও মানুষ
নয়তো যন্ত্র কিংবা ফানুস
গড়িছে সভ্যতা ওদের ঘামে,
বিপ্লবের নাটাই উড়ে।
রোদে পুড়ে কায়া বৃষ্টিতে ভিজে
দুবেলা, দুমুঠো অন্নের খোঁজে,
গড়ে রাজপথ শিল্প সমাধি
ওদেরি লাহুতে রাঙ্গে পৃথিবী।
একি মায়ের সন্তান মোরা
কেউ হয়েছি রাজা প্রজা,
কেউবা আবার কবি লেখক
কেউ হয়েছি ধনী শাসক।
তবে কেন এত ফারাক?
করে ও বিশাল টাকার পাহাড়,
সম্পর্ক কেন মনিব দাসের?
হয় যেন তা ভ্রাতৃত্বের।
তিলে তিলে হয়ে নিঃশেষ
ওরাই মাঠে সোনা ফলায়,
ঘাম শুকানোর আগেই যেন
ন্যায্য মুজুরী তারা পায়।