হৃদপিন্ড পুড়তে দেখেছো?
কেউ!
কখনও!
দাউদাউ করে হৃদপিন্ড পুড়ছে গনগনে নীলাভ আগুনে,
ভালবাসাগুলো নক্ষত্র হয়ে উড়ে যায় আকাশের গায়,
আজীবন আগুনের  ভেতর বসবাসের জন্য।
কষ্টগুলো পুরানো বাড়ীর মায়াকান্না হয়ে
পৃথিবীর গায়ে লেগে থাকে।
খুব নিশীথে সেই কান্না আমি শুনতে পাই।
দূরে তাকিয়ে দেখি-
ভালবাসা গুলো  এখনো পুড়ছে নক্ষত্রের আগুনে।


লেখার তারিখ: ০৪-০৮-১৯৯৪
লেখার স্থান   :     রুম নং-৪৩১, শহীদ সালাম বরকত হল,    
                      জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা