হকচকিয়ে যাই-
সহস্র বছর প্রত্যাশার পরে,
তোমাকে দেখে,
ভুল চোখে।


যেমন করে চমকে ওঠে
জীবনে প্রথম পশলা বৃষ্টির ফোটায়
মৃগশাবক।
উপমাটা হয়ত লক্ষ্যভেদী হলো না ।
মৃগশাবকের চমকানোতে ভয়ের অন্ধকার থাকে ।
বলা যেতে পারে-
যেমন করে অনাহূত খুশীর বিজলী
শিহরন তোলে কৃষাণ বধূর সর্বাঙ্গে
জলতুলে ফেরার পথে
অনাবৃষ্টি খড়ায়  মুমূর্ষু  ফসলের দিনে
দখিন আকাশে এক চিলতে কালো মেঘ
জমতে দেখে।


কিংবা -
ঘরের দোরে
হকচকিয়ে ওঠে শোকাহত জননী,
বাড়ীর আঙ্গিনায় মৃতজ্ঞাত সন্তনের  মুখে
মা! মা ! চিৎকারে।


তেমনি হকচকিয়ে যাই-
সহস্র  বছর প্রত্যাশার পরে
এলানো চুলে পিছন থেকে তোমাকে দেখে
ভুল চোখে,
দু’কদম বাড়াতেই টের পেয়ে যাই
আসলে তুমি নও।


লেখার তারিখ: ০৬-০৬-১৯৯৩
লেখার স্থান   : পটুয়াখালী