(1)
মুখের সোনা আদল জুড়ে গোলাপ রাঙা চুল বাহার
কর্ম সবই মোনাফেকি খোশবু ছাড়ে গায় যাহার
হাত রেঙেছে খুনের রঙে হৃদয় জুড়ে বদ খায়েশ
হাসি মুখে মিথ্যা বচন বাম পকেটে কি তাহার ?
                         (2)
বাম পকেটে কিসে ভরা ডান হাতেতে নেই কিছু
বুকের বামে কৃত্রিমতা শিরটা কভূ কি নীচু ?
সারা জীবন নগদ কামাই ভবিষ্যতটা অন্ধকার
ফুসফুসে কি জপো তাঁরে সদা মরণ রয় পিছু !!
                         (3)
নাঙ্গা দেহে অবুঝ হৃদে বুঝলি না তো কি করা
কিশোর যুবক বোশেখ ঝড়ে সময় গেলো কি ত্বরা ?
দিন দুপুরে মাঝ বয়সে ঘামের দেহে যায় বেলা
শেষ বয়সে নাজুক শরীর ময়েজ কেমন মন মরা ।।
                        (4)
মোনাফেকের তিনটি গুনাহ জানো তোমরা কি সবে
কথা বললে মিথ্যা বলে শপথ ভাঙ্গে সে ভবে
কোনো কিছু আমানতের রাখতে দিবে যেই তারে
ফেরত সে তো দেবে না আর নিফাক করবে কি তবে ?
                         (5)
জোয়ানীটা চিকন সুতা সামলে রাখা বড় দায়
আজাজিলের পরামর্শে শক্ত মনন রাখা চায়
রিপু তোমার দমন করো তাঁরে স্মরণ রেখে জোর
জীবন পথে খোদার রাহে উঠো তুমি তাঁরই নায় !!
                          (6)
কয়েক মিনিট ভাগাভাগি সুখের জন্য ঐ ক্ষণে
ভাগীদার তো হবে দুজন স্বর্গ সুখের সেই রণে
কতোক ঘন্টা মিষ্টি সুখের পরশ মনে জের থাকে
তবু কোনো ঝুট ঝামেলা মতের অমিল দুই জনে ?