আগুনের বহ্নিশিখা জ্বলে দেহধামে
বাহিরে বসন্ত বায়ু নয় ঝিরিঝিরি
কি করে পাঠাবো পত্র তারে নীলখামে
কাদম্বিনী পানে চেয়ে তাই ঘুরি ফিরি ।
অন্তরের বড় জ্বালা সকলে কি বুঝে
নিভাবার এক পথ জল কেলি খেলা
সমকালে বাসা দ্বোরে পাই তারে খুঁজে
অন্ধকার সে সময় নিশিথের বেলা ।

কাদম্বিনী উন্মাতাল দেখে আমি বাঁচি
মধূর সময়ে বর্ষা কি দারুণ খসে
পরিবেশ হাতমুঠে পেয়ে বুঝি নাচি
মিঠাজল ছিটেফোটা লেগে তা হরষে
বয়ে চলে নিরবধি তাই নন্দে আছি
আদিকাল থেকে লীলা মানব সরসে ।।