পর্ণ ফ্যাকাসে / শূণ্য আকাশে / শুধূ কি বজ্রপাত ?
পাখিদের সুরে /বাজে কি বেসুর / নিখাঁদে ছন্দপাত ?
বারোটি মাসে / ছয়টি ঋতুতে /  দশটি মাসেই গরম
সততা বচন / শুভ্র লোচনে / আঁচল তলেই শরম ।

পশুর জগতে /আমাদের ঘটে / ঢুকছে দেখো মানব
সুষ্টিতে জীবে / আপন হিসেবেই / মানব হচ্ছে দানব
নদ নদী স্রোতে / তার একাগ্রতে / বিঘ্ন পড়েছে গতি
শুকিয়ে কষ্ট / ফসলও নষ্ট / দিয়েছে মিষ্টে যতি ।

অনিয়ম আজই / ধরেছে বাজী / তারই জয়জয়কার
সবলে দেখো / দূর্বলে শেখো / এটা অনধিকার
সবলে যদি / সময়ের ফেরে / বুঝতে কিবা মানতে
ইতিহাসে কয় /আসে নির্মল বায় / কখন তা অজান্তে ।।