কি দরকার আর বর্ষা শরৎ  হেমন্ত আর শীত
কেনো আসে গ্রীষ্ম নিয়ে  তপ্তপ্রাণে সঙ্গীত ?
বসন্তের ঐ ফুলের সুবাস  যৌবনের উচ্ছ্বাসে
মনে কেনো পুষতে থাকি  আনন্দ আর আশে ?
আকাশ যেন ধোঁয়ায় ঢাকে  বাতাস থাকুক ঘোলা
সাগরের ঢেউ জোয়ার ভাটা  হই না আত্মভোলা ।
ফসলের মাঠ নদীর নৌকা  কি হবে আর স্রোতে
চন্দ্র সুরুজ তারা কেনো  আলোক ছড়ার ব্রতে ?
হবে কেনো প্রেম নিবেদন  গোলাপ কলি হাতে
তার'চে বরং চাপাতি থাক  অস্ত্র গুলি সাথে ।

তার চেয়ে থাক সুন্দরবনে  চোর ডাকাতের দখল
খোলা থাকুক পথের ধারে  ডাষ্টবিন আর ম্যানহোল ।
লোকালয়ে ভরে উঠুক  ঝোপ ঝাড় আর জঙ্গলে
বেনাম শিশু বেওয়ারিশ লাশ  থাকবে বেশ মঙ্গলে ।
সুন্দরবনের অরূপ শোভা  নয়ন ভরা দৃশ্য
ম্যানগ্রোভ সব পায়ে দলে  সবুজ করি নি:স্ব ।
কলম খোঁজে কবিতার তাল  বাদ দিই ওসব কর্ম
নেতা নেত্রীর বন্দনা গাই  এসব বাঁচার বর্ম ।।