আকাশ যেন আজ ভাবনার মতো,
চুপচাপ বসে, কিছুই বলে না।
মেঘের চাদরে ঢেকে গেছে আলো,
হয়তো তার মনেও জমেছে ছায়া।

হাওয়ারা আজ গান গায় ধীরে,
পুরনো দিনের হারানো স্মৃতিতে।
পাতার কাঁপনে, জানলার ধারে,
কে যেন কাঁদে একা সন্ধ্যাপাতে।

পাখিরা ফেরে নীড়ের খোঁজে,
ঝরে পড়ে কাশফুলের নীরব বেদনায়।
এই মেঘের আঁচলে লুকিয়ে থাকে
একটা অসমাপ্ত ভালোবাসার কথা।

বৃষ্টি নামলে ধুয়ে দেবে সব,
এই ক্লান্ত হৃদয়, ধূলিধুসর দিন।



নীরব দুপুর, সবুজের ছায়া,
পাতারা ফিসফিস, হাওয়ার মায়া।
পাখির ডাকে ঘুম ঘোরে ভাঙে,
গভীর বনে আলো ঢুকে ঝরে।

মাটির গন্ধ, কাঁদা পথ ধরে,
চলা থেমে যায় মেঘের বারে।
প্রকৃতি যেন মায়ের মতো,
কোল পেতে দেয় নিঃশব্দ রাতে।






আজ আমি নিউ আলিপুর দুয়ার এ। নির্জন জায়গায় বসে আছি , ভাবছি 🤔💭 ।