বছর ছিল দুই হাজার দশ,
আকাশ নীল, মাটির রঙ রেশ।
নদীর কলতান, সবুজের হাসি,
শান্ত এক সময়, স্মৃতির আশি।

শিশুরা খেলত উঠানে চুপচাপ,
আকাশে ভেসে যেত তুলোরো মেঘের ছাপ।
বৃক্ষেরা দিত ছায়া, নদী স্নিগ্ধতা,
চৌদিকে ছড়ানো প্রকৃতির মাধুর্যতা।

বাজারে ছিল হাটের গান,
মানুষে মানুষে ছিলো না অপমান।
নতুন প্রযুক্তি এসেছিল হাতে,
তবুও মন ছিলো মাটিরই সাথে।

বৈচিত্র্যের রঙে রাঙা সেই কাল,
ভিন্নতা ছিল, তবু ছিলো ভালোবাসার চাল।
ধর্মে, ভাষায়, সংস্কৃতির ভিন্নতা,
তবু একতার ছিল না কোনো ক্ষীণতা।

শান্তির ছায়ায় ঘেরা সেই দিন,
আজও স্মৃতিতে করে যন্ত্রণা স্নিগ্ধ বিনিময় বিন।
হে সময়, ফিরে এসো আবার,
নাও নিয়ে বৈচিত্র্য, হৃদয়ে করো প্রহার।
অনুশোচনা--------

আমাদের মাঠে যাবার রাস্তার শেষ প্রান্তে একটি বড়ো বট গাছ🌳 ছিল আমারা  মাঠে যেতাম দেখতাম মাঠের লোকজন গাছের ছায়ার নীচে বসে ভাত খাচ্ছে ও বিশ্রাম নিচ্ছে, সেই গাছ ও সেই দিনের সহজ সরল মানুষ গুলোর অভাব আজও মনে করিয়ে দেয়। গাছটি মারা যাবার পর অনেক বার ওই জাগাতে গাছ লাগালেও আজকের দিনের বিবেকহীন মানুষ তা আর বেড়ে ওঠতে না দিয়ে নস্ট করে দেয়।