চাঁদনী রাতে স্নিগ্ধ হাওয়ায়,
তারা গুনে মন যে চায়।
আকাশ জুড়ে রূপের খেলা,
হৃদয় ভেসে যায় সেই বেলা।
নদীর ধারে নরম কুয়াশা,
চাঁদের মুখে মধুর ভাষা।
শূন্য পথে ঝরে আলো,
ভালোবাসা খোঁজে চলো।
চুপটি করে বসে রই,
তারার চোখে স্বপ্ন বই।
একটুখানি হাত ছুঁয়ে,
রাতটা কাটুক জোছনা দিয়ে।
তুমি আমি, নীরব গানে,
ভাসি যেন ওই চাঁদের টানে।
ভোরের আগে এই যে ক্ষণ,
রাখি মনে, প্রাণে, মন।
জোছনা পোকার ---------------------------.
তারা হাসে আকাশ জুড়ে,
ভালোবাসা বুকে পুড়ে।
কবিতা টি কিছু টা বাকি রইলো।