হীম হীম কুম কুম
জোছনা নামে,
শীতের সুষমা রাতে
চাঁদের আলোয়
ধরণীর বেড়া ভাঙ্গে।


শিমুল বকুল নিম
তেঁতুলের চূড়ায়,
বাংলার বুকে
বাংলার মাঠে
চাঁদনি হাঁটে, কথা কয়।


হ-য-ব-র-ল-২৪