এখানে বাদল নামে
এখানে মেঘের ঘন চুল ভাসে আকাশে।
এখানে মেঘের ঘুংগুর দামিনীর নিশা মাঝে
বেলোয়ারি মোহিনীর মত রাত্রি যামে হাসে।
কত কাক ভেজা রাত,
কত ঘুম ঘুম মাদকি প্রভাত,
কেটেছে আমার বাদল মাদলের গান শুনে।
এই পললের দেশে, এই বর্ষার গানে।


এখানে বাদলের মৃদঙ্গ মাতলামি
হাঁকে ডাহুকের স্বরে।
বাঁশের চিরল পাতায় সুরের ছন্দে
বৃষ্টি ফোঁটাদের তান নামে হৃদয় চিরে।
আমি দেখেছি কত বধুর নোলক,
কত মায়া হরিণীর চোখের পলক,
নড়ে দূরে থাকা স্বজনের বিরহ বিধুর ক্ষণে।
এই ঘন বর্ষায়, এই বাদল দেশের নিভৃত কোনে।


এখানে সাপের লেজের মত
বর্ষার জল এঁকে বেঁকে চলে দ্বিগন্তের পথ ধরে।
কাঁঠাল বৃক্ষের চোরা কুঠুরি ভেদ করে
এই বাদলের জল ভুল করে ঢুকে যায় পাখিদের ঘরে।
বাদলের এই সব দিনগুলি
ভাল লাগার এই সব মায়া মাদুলি,
কখন যে একে একে আমার হয়ে যাবে শেষ
রবে এই জনপদ, রবে এই বরষা ভেজা বাংলাদেশ।


মোঃ মজিবুর রহমান।
“বরষার আয়োজন”