আমিত জানি কে এই সে।
কখনও কিন্নর পায়ে
কখনও বাজাতে ঘুংগুর,
কখনও ওড়াতে পাতলুন
কখনও নিয়ে সুর,
আসে আর যায়
হাসে আর হাসায়।
কখনও কানাকানি
কখনও রিণিঝিনি,
কখনও অভিমানী
কখনও সুহাসিনী,
কখনও ষোড়শিনী
কখনও আদরিণী।
এই দেখি এই নেই
কে এই সে,
এইত এই
বরষা চপলিনী যে!
                            মোঃ মজিবুর রহমান


বৃষ্টি ভেজা সকাল,
২৩-০৬-২০১৪ ইং।