একটি শব্দকে আমি খুঁজি।
বহু ব্যবহারিক একটি শব্দ।
শব্দটি আমার নেই, অনেকের আছে।
প্রাণতোষ সে শব্দটি
বহু বছর আগে আমার ছিল, এখন নেই।
জীবনের অগনন শব্দের মাঝে
আমি সেই শব্দটি হারিয়ে ফেলেছি।
সেটি এখন কাছেও নেই, দূরেও নেই, কোথাও নেই।
শব্দটি আমার কাছে নিবন্ধিত হয়েছিল অনেক বছর আগে।
এরপর চোখে চোখ, হাতে হাত রাখার যে সময়
তারপরেও শব্দটি আমার কাছে ছিল।
শব্দটির বহু প্রয়োগে আমি ক্লান্ত হইনি কখনও।
শব্দটি ছিল একান্ত আমার, শুধুই আমার।
এখন কারো কাছে ভিক্ষে করলেও
সেটি কেউ আমাকে দিতে পারবেনা।
এখন যেন চারি দিকে সেই শব্দটির বড়ই হাহাকার।
প্রিয়তমার শব্দ, ভালো লাগার শব্দ, ভালোবাসার শব্দ......
কত শব্দই তো আমার জানা।
তবুও সেই শব্দটির দুর্ভিক্ষ আমাকে বিচলিত করে।
প্রাণকোষে যদি একটিবার খুঁজে পেতাম সেই শব্দটিকে
তাহলে ‘মা’ বলে সেই হারানো শব্দটিকে
আমি আবার ধরে রাখতাম আমার বুকে অনন্তকাল।


মোঃ মজিবুর রহমান
সকাল, ১২-০৮-২০১৪ ইং।