শব্দ জয়ের মচ্ছবে ভেঙ্গনা শব্দ কুহেলিকা,
শব্দদের হতে দাও প্রাণকোষের সুপ্তাণু বীজ।
দারু পেয়ালায় নেশার শব্দ বাজে ঘুংগুরের অওয়াজ হয়ে,
চায়ের কাপে চুমুকের শব্দ বক্রালয়ে ধূমায়িত হয় ক্রমাগত ।
লাজুক লজ্জাবতী ঢঙ্গে শব্দ উত্থান পেমিকের বুকের
চিরল দাগে হাঁটে রোমাঞ্চের খশবু নিয়ে।
শব্দের নরম বালি হাঁস ধীরে পাখা মেলে উড়ে
প্রিয়জনের অধীর পৌরুষকে করে উদ্দীপ্ত।  
ভেঙ্গনা শব্দের কামুকতা ক্ষনিক তোড়ে।
দ্যাখ, বসন্তের ফুটি ফুটি গোলাপ হয়ে শব্দ মক্ষিকা
কীভাবে মৌতাত গড়ে।


মোঃ মজিবুর রহমান
১৭-০৮-২০১৪ ইং।